বরিশালে ১০৫ মন পলিথিন জব্দ করা হয়েছে। বিগত দিনে এত পরিমান পলিথিন জব্দ হয়নি বরিশালে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুর বৌ বাজার এলাকায় একটি গোডাউন থেকে এই পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
পরে ওই গোডাউন থেকে ৪ হাজার ২’শ কেজি অর্থাৎ ১০৫ মন অবৈধ পলিথিন জব্দ করা হয়। যার বাজার মূল্য ৬ লাখেরও বেশী। এ ঘটনায় পলিথিন মালিক আক্কাস হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পলাশপুরের ৩নং গলির একটি গোডাউনে অভিযান চালানো হয়। এসময় এই পলিথিন জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান বলেন, পলিথিন জব্দের পর ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে সব প্রক্রিয়া শেষে জব্দকৃত পলিথিন ধ্বংস করা হবে।
জব্দ হওয়া পলিথিনের মালিক আক্কাস হাওলাদার একজন পাইকারি বিক্রেতা। তার কোন দোকান নেই। সে গোডাউনে রেখে মোটরসাইকেলে করে তিনি দোকানে দোকানে গিয়ে পলিথিন বিক্রি করেন। নগরী ও নগরীর বাইরে তিনি পলিথিন সরবারহ করে থাকেন আক্কাস, বলেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক।
-বাবু/এ.এস