শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
কেন্দুয়ায় নবাগত ইউএনওর মত বিনিময় সভা অনুষ্ঠিত
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৩:২০ PM
নেত্রকোনার কেন্দুয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সাথে কেন্দুয়া সকল শ্রেণির মানুষের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে মত বিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সাথে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও সর্বস্তরের সুধীজনদের মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় নবাগত কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূইয়া, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম  সুমি, কেন্দুয়া থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী হোসেন পিপিএম। নবাগত ইউএনও কাবেরী জালালের উপস্থিত সকলের সহযোগিতা প্রত্যাশা ও সুস্বাস্থ্য কামনা করেন।

বক্তব্য রাখেন, মোজাফফর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির আলম ভূইয়া, মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম বাঙ্গালী, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রেস ক্লাবের সাহিত্যে ও সাংস্কৃতিক সম্পাদক রাখাল বিশ্বাস, কেন্দুয়া মাধ্যমিক শিক্ষক সমিতি নেতা, সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান বাঙ্গালী, কেন্দুয়া উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শফিকুর রহমান, কেন্দুয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকার প্রমূখ।

বক্তব্য রাখেন, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ লুৎফর রহমান ভূইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি সাংবাদিক নেহাল হাফিজ, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার। 
উপস্থিত অতিথিবৃন্দ নবাগত ইউএনও কাবেরী জালালকে সকল ধরনের কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন পাশাপাশি উনার কাছেও সহযোগিতা চান।

এতে উপস্থিত ছিলেন, কেন্দুয়া পল্লী বিদ্যুৎের ডিজিএম মোঃ মজিবুর রহমান,কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম জিলানী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াহিদুজ্জামান,আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মন্জুর আলী, দলপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন মিয়া, গড়াডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান সোহাগ, বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আকন্দ কল্যান,সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম, কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম বাবুল, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এডভোকেট সারোয়ার জাহান কাওসার, চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল কবীর খান, রোয়াইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ লুৎফর রহমান ভূইয়া, পাইকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসলাম উদ্দিন, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম আকন্দ, সদস্য আশরাফুল হক ভূইয়া, সাংবাদিক হুমায়ুন কবীরসহ কেন্দুয়ার সকল শ্রেনী পেশার মানুষজন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত