শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখলের অভিযোগ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৪:২২ PM
কক্সবাজারের রামুর রামকুট এলাকায় একটি প্রতিষ্ঠানের নামে অসহায় হিন্দু সম্প্রদায়ের ৩০ বছরের নিজ দখলীয় খতিয়ানী জমি দখলের অভিযোগ উঠেছে জ্যোতিসেন ভান্তে নামে একজনের বিরুদ্ধে। যে জমির বিএস খতিয়ান নং ১৫৯৪ যার আরএস। খতিয়ানের ১০৬২, এমআর দাগ ১১৮৯, ৩২৬৩, জবর দখল করে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করা নিরাপত্তাহীনতায় ভুগছেন ভোক্তভোগী ওই হিন্দু পরিবার। ভান্তের হয়রানী থেকে মুক্তি ও নিজেদের জমি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তেক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী প্রদীপ শর্মা অভিযোগ করে বলেন, আমার পিতার খরিদা সুত্রে জায়গাটি বিগত ৩০ বছর ধরে তারা ভোগ দখলে আসছেন। এতে তাদের হালনাগাদ খাজনাসহ যাবতীয় ভূমিকরও পরিশোধ করা আছে। সম্প্রতি ওই এলাকায় জায়গার দাম বাড়ার কারনে এলাকার এক শ্রেণীর প্রভাবশালীর কু-দৃষ্টি উক্ত অসহায় হিন্দুর জায়গার প্রতি। তার ফলশ্রুতিতে হঠাৎ করে অনেকটা গায়ের জোরে ও বেআইনিভাবে রামু রাংকুট বনাশ্রমের অধ্যক্ষ জ্যোতি সেন ভান্তের নেতৃত্বে তার অনুসারীরা উক্ত জমি দখল করে স্থাপনা নির্মাণ শুরু করে। এ বিষয়ে যতাযত প্রতিকার পেতে  স্থানীয় চেয়ারম্যান মফিজুর রহমানকে অবহিত করলেও এর কোন সুরাহা হয়নি বলে দাবী করেন ওই পরিবার। যার কারণে এলাকার সচেতন মহলের কাছের ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে- ওই কতিপয় কু-চক্রিমহলের ইন্দনে ওই জ্যোতি সেন ভান্তের নেতৃত্বে একদল অপরাধী রাতের আধারে ওই হিন্দুদের জায়গাটি জবর দখল করে, স্থাপনা নির্মান শুরু করে। এলাকাবাসীর দাবি এভাবে যদি একের পর এক সাধারণ অসহায় মানুষের জায়গা জবর দখল হয়, তাহলে এলাকায় আইন শৃংখলার অবনতি হবে। এই ব্যপারে তারা কক্সবাজার জেলা প্রশাসকসহ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামানা করেন। এক পর্যায়ে ভোক্তভোগী প্রদীপ শর্মা লিখিত বক্তব্য পাঠকালে কান্নায় ভেঙ্গে পাড়েন।

তিনি দাবী করেন, মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতি সদয় হয়ে তার যুগ যুগ ধরে দখলে থাকা খতিয়ানী জায়গা ফেরত পেতে সহায়তার হাত বাড়িয়ে দিবেন। পাশাপাশি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপির হস্তক্ষেপ কামানা করেন।

এদিকে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন ভুক্তভোগীরা। যার মামলা নং ১৫৬৭/২০২২। ওই মামলা চলমান থাকা ওই স্থানে স্ব-স্ব অবস্থানে স্থীত থাকতে নির্দেশনা দিয়ে ২৯ আগস্ট ১৪৪ ধারা জারি করে আদালত। যা আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকার কথা ছিল। কিন্তু জ্যোতিসেন ভান্তে জোরপূর্বক ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণ অব্যাহত রাখে। যার পরবর্তীতে ৩১ আগস্ট আদালতকে অবহিত করলে ১৮৮ ধারামতে আদালত জ্যোতিসেন ভান্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রামু থানাকে নির্দেশ দেয়। কিন্তু থানা অদ্যাবদি কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম বলেন, আদেশের কপি পাওয়ার পর পর পুলিশ তদন্ত শুরু করেছে। সত্যতা মিললে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ সংক্রান্ত একটি প্রতিবেদনও আদালতে দাখিল করা হবে বলে জানান ওসি।

জমি দখলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে জ্যোতিসেন ভান্তে বলেন, অভিযোগকারী ব্যাক্তির বাবা থেকে ৩৫ শতক জমি কিনে রামকুট কর্তৃপক্ষ। যেখানে প্রথমে একটি স্থাপিত হয়। পরবর্তীতে আরও একটু স্কুলের ভবন নির্মাণ কাজ চলমান। কিন্তু সব মিলিয়ে তারা জমি পেয়েছেন ৩৪ শতক। আরও এক শতক জমি তারা পাওনা আছেন বলে দাবি তার।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত