লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০টি এনড্রয়েড মোবাইলসহ মাসুদ বেপারি ওরপে শেখা নামের এক মোবাইল চোরকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার সময় উপজেলার ৩নং চর মোহনা ইউনিয়নের সুলতানিয়া মাদরাসার পূর্ব পাশ্বের আনোয়ার হোসেনের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চোরাইকৃত বিভিন্ন ব্রান্ডের ১০টি এনড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল গুলোর বাজার মূল্য আনুমানিক ১লক্ষ টাকা রয়েছে বলে জানান রায়পুর থানা অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া। মাসুদ চরবংশী গ্রামস্থ ৫নং ওয়ার্ডের মৃত সধু মিয়ার ছেলে। আটকের পর চুরির ঘটনাটি সে পুলিশের কাছে স্বিকার করে।
ধৃত আসামীর বিরুদ্ধে রায়পুর থানার মামলা নং-০৮ তাং-৭/৯/২০২২ ইং ধারা-৪১৩ পেনাল কোড রেকর্ড করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান ওসি শিপন বড়ুয়া।
-বাবু/এ.এস