মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
নীলফামারীতে পুলিশ সুপারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৬:০৪ PM

নীলফামারীতে কমিউনিটি পুলিশিং ফোরাম, পুজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশ সুপারে আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের পিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ডস আপস) সাইফুল ইসলাম, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি প্রকৌশলী সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু প্রামানিক, সৈয়দপুর উপজেলার চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান দীপক চক্রবতী ও মহিল ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবতী, ডিআইও ওয়ান আব্দুর রাজ্জাক, ডিবি ওসি খ. মো. আখেরুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ, ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান, ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ-উন-নবী, সদর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হর্ষবর্ধন রায় প্রমূখ।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, নীলফামারী জেলাকে নিরাপদ জেলা ও হিন্দু সস্প্রদায়ের বড় ধর্মীয় অনুষ্ঠান শারর্দীয় দূর্গাপুজা উদযাপনে কোন অপ্রতিকার ঘটনা যেন না ঘটে সে বিষয়  সবার সহযোগিতা কামনা করে সন্ত্রাস, চুরি, জুয়া, মাদক মুক্ত করার ঘোষণা দেন।

বাবু/এসএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত