মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
উত্তেজনার মধ্যে অক্টোবরে রোহিঙ্গা প্রত্যবাসনের আশা ত্রাণ প্রতিমন্ত্রীর
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২, ৬:২৮ PM

আগামী অক্টোবরই রোহিঙ্গা প্রত্যাবাশন শুরুর আশা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান। তিনি বলেন,  মিয়ানমারে নতুন করে চলমান সহিংসতার ফলে সেদেশের কোন নাগরিককে বাংলাদেশে প্রবেশের সুযোগ নেয়। যেকোন পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকানো হবে বলেও জানান মন্ত্রী।

বুধবার দুপুরে কক্সবাজারের একটি বেসরকারী এনজিও সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা: এনামুর রহমান বলেন, মিয়ানমারকে দেয়া তালিকা থেকে ৩৫ হাজার রোহিঙ্গাকে নিতে আগ্রহ প্রকাশ করেছে তারা। সেখানে পরিবারগত সাময়িক কিছু সমস্যা থাকলেও শীঘ্রই তা কাটিয়ে প্রত্যাবাসন শুরু হতে পারে। মিয়ানমার প্রতিনিধিরা আলোচনা শেষে তাদের দাবি মেনে নেয়ার কথাও জানিয়েছেন। যেখানে নিরাপত্তা ও পরিচয় নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে মিয়ানমার অনেকটা নমনীয়। সীমান্তের যেকোন পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাব পড়বে না বলেও আশা প্রতিমন্ত্রীর।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজোয়ান হায়াত, হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডা: ওবাইদুর রহমানসহ অন্যান্যরা।

বাবু/এসএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত