শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
নাটোরের বড়াইগ্রামে আওয়ামীলীগ নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মোতালেব হোসেন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ২:০৭ PM
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চান্দাই ইউনিয়ন আওয়ামী-লীগের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চান্দাই বাজারে আয়োজিত মানববন্ধন কালে চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান গোলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাস্টার, আওয়ামী লীগ নেতা ইয়াদুল আলি সর্দার, আবুল কালাম আজাদ এবং যুবলীগ নেতা মাসুদ রানা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, গত সোমবার আন্তঃস্কুল ফুটবল খেলা চলাকালে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ আলী সরকার বিষয়টি নিরসনে সেখানে যান। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক সম্প্রতি গোপনে এডহক কমিটি গঠন করা সহ নিজের বিভিন্ন দুর্নীতি ঢাকতে তাকে লাঞ্চিত করার জন্য এ মিথ্যা মামলার নাটক সাজিয়েছেন। এ সময় নেতৃবৃন্দ অবিলম্বে আওয়ামী লীগ নেতা ওয়াদুদ সরকারের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায়  আগামী দিনে সড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত