শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
তালতলীতে সাইবার অপরাধ নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ২:৩০ PM
বরগুনার তালতলীতে সাইবার অপরাধ প্রতিরোধে প্রযুক্তি ব্যবহারকারীদের সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদের হলরুমে চার দিনব্যাপী সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা চতুর্থ দিনের মতো অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম সাদিক তানভীর। উপজেলা সহকারী প্রোগ্রামার দিপু সরকার, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেট মোঃ মোত্তালেব হোসেন, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা এ কর্মশালায় অংশ গ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, দেশে তথ্যপ্রযুক্তির ব্যবহারের সঙ্গে সমান্তরাল হারে বাড়ছে সাইবার অপরাধ। সহিংস উগ্রবাদ, গুজব, রাজনৈতিক অপপ্রচার, মিথ্যা সংবাদ, গ্যাং কালচার, আত্মহত্যা, পর্নোগ্রাফি, সাইবার বুলিং, জালিয়াতি, চাঁদাবাজি, পাইরেসি, আসক্তি- এর সবই হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। বাস্তব জীবনে ঘটমান অপরাধগুলো এখন ডিজিটাল মাধ্যমে স্থানান্তরিত হচ্ছে।

তারা আরো বলেন, কৃষক থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পর্যন্ত সব শ্রেণি ও পেশার মানুষ ইন্টারনেট নেটওয়ার্কে যুক্ত হচ্ছেন। অথচ এই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে একটি ভার্চুয়াল জগতের বাসিন্দা হলেও বিশ্বনাগরিক হিসেবে ব্যবহারকারীদের সিংহভাগই সচেতন নন। ‘অন্তর্জালে’ যুক্ত হতে গিয়ে ইচ্ছে-অনিচ্ছায় জড়িয়ে পড়ছেন ‘ভ্রান্তির-জালে’। এভাবেই অপরাধের ডিজিটাল রূপান্তর মাথাচাড়া দিয়ে উঠছে।

অনলাইন ব্যবহারে সাবধান বা সচেতন থাকার কোনো বিকল্প নেই। একটু অসচেতন হলেই ফেঁসে যেতে পারেন সাইবার অপরাধের দায়ে। জেনে হোক বা না জেনে, আপনি যদি অনলাইনে কোনো অপরাধ করেই ফেলেন, তা হলে এর জন্য দিতে হবে কঠিন মাশুল। সাইবার অপরাধীর বিচারে দেশে কঠিন আইন রয়েছে।

নাম-ঠিকানা ও জন্ম তারিখের পাশাপাশি ব্যক্তিগত বিভিন্ন তথ্য অনলাইনে প্রকাশ করেন অনেকেই। কিন্তু এসব তথ্য কাজে লাগিয়ে বিভিন্ন অপরাধ ঘটাতে পারে সাইবার অপরাধীরা। তাই নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতন হওয়া জরুরি।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত