বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
সোনাগাজীর চরমজলিশপুর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে রান্নাঘর পুড়ে ছাই
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:০২ PM

ফেনীর সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের চরগোপালগাঁও গ্রামের সফর আলী ভূঁঞা বাড়ী মাছ বেপারী আবুল কালামের রান্না ঘরটিতে ৮ সেপ্টেম্বর  (বৃহস্পতিবার) ভোরে সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে রান্না ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ও সোনাগাজী ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভোরে আচমকাই পরিবারের রান্নাঘরে বিস্ফোরণ ঘটে।  সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে। সোনাগাজী ফায়ার সার্ভিস কে অবগত করলে তারা ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মাছ ব্যবসায়ী আবুল কালামের প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়।

সোনাগাজী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জামিল আহমেদ খাঁন বলেন,  উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের আগুন লাগার বিষয়টি জুরুরি সেবা ৯৯৯ নম্বরে মাধ্যমে জানালো হলে আমাদের ফোর্স নির্দিষ্ট সময়ে ঘটনা স্থলে যেতে সক্ষম হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত