সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
দৌলতপুরে এসএসসি পরীক্ষা হবে নকল মুক্ত ইউএনও
মোঃ লুৎফর রহমান দৌলতপুর (মানিকগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৬ PM

সারাদেশের ন‍্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলাতেও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর তাই পরিক্ষা কেন্দ্র নকল মুক্ত ও সুন্দর পরিবেশ তৈরী করতে শিক্ষকদের প্রতি অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার মো:ইমরুল হাসান।

তিনি আরো বলেন, কোন শিক্ষকদের সন্তান পরিক্ষার্থী হলে তাকে ডিউটি থেকে বিরত রাখতে হবে। এবং যেদিন যে পরিক্ষা ওই বিভাগের শিক্ষক যাতে দায়িত্ব পালন করতে পারে সে দিকে খেয়াল রাখার নির্দেশ দেন কেন্দ্র সচিব ও হল সুপারকে।তিনি আরো বলেন দৌলতপুরের এস এস সি পরিক্ষা হবে সম্পূর্ণ নকল ও দূর্নীতি মুক্ত।কোন শিক্ষক নকলে সহযোগিতা করতে তাদের বিরুদ্ধে আইনগত ব‍্যাবস্থা গ্রহন করা হবে।তিনি আরো বলেন পরিক্ষা চলাকালীন সময়ে বাহিরের কেউ যেন প্রবেশ না করতে পারে এবং পরিক্ষার পরিবেশ যাতে ভালো থাকে সে বিষয়ে থানা অফিসার ইনচার্জ ওসি জাকারিয়া হোসেন কে নির্দেশ প্রদান করেন।

বুধবার সকাল ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান উপরোক্ত কথা বলেন।

উপজেলার সকল প্রধান শিক্ষকদের ও কেন্দ্র সচিব ও হল সুপারদের নিয়ে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো:ইমরুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন -থানা অফিসার ইনচার্জ ওসি জাকারিয়া হোসেন,সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো:রেজাউল করিম,আমতুলী এফএস উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো:মজিবুর রহমান, উলাইল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালেক প্রমুখ।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত