রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
কেন্দুয়ায় শারদীয়া দুর্গোৎসব পালন উপলক্ষে মত বিনিময় সভা
আসাদুল করিম মামুন কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫১ PM আপডেট: ০৮.০৯.২০২২ ৬:২৬ PM

কেন্দুয়ায় শারদীয়া দুর্গোৎসব পালন উপলক্ষে  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ০৮ সেপ্টেম্বর) দুপুরে কেন্দুয়া থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব পালন  উপলক্ষে আইন শৃংখলা নিয়ন্ত্রনের লক্ষ্যে কেন্দুয়া উপজেলাধীন সকল ইউনিয়নের পূজা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক, পৌরসভা পূজা কমিটির সভাপতি / সাধারণ সম্পাদকগনের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী হোসেন পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া সার্কেলের এএসপি জুনায়েদ আফ্রাদ। 
কেন্দুয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দুয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র, পুজা উৎযাপন কমিটির সহসভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক সুনীল পোদ্দার, সহকারি অধ্যাপক সমীর কুমার শর্মা রায়,শিক্ষক সুসেন সাহা রায়,প্রনব দত্ত,কৃষ্ণ সরকার, সত্যেন্দ্র বর্মন সহ উপজেলার বিভিন্ন মন্দির কমিটি অধ্যাপক সমীর কুমার শর্মা রায়সহ উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি / সাধারণ সম্পাদকবৃন্দ। 

প্রধান অতিথি হিসাবে বক্তব্যে কেন্দুয়া সার্কেল এএসপি জুনায়েদ আফ্রাদ বলেন এ বছর কেন্দুয়ায় ৪৬টি পূজা মন্ডপে পূজা উদযাপিত হবে এবং আইন শৃংখলা নিয়ন্ত্রনের জন্যে ১৫ টি ক্লাষ্টারে ভাগ করা হয়েছে।প্রতিটি ক্লাষ্টারে স্ট্রাইকিং ফোর্স হিসাবে এখন থেকেই পুলিশ নিয়োজিত থাকবে।

সকলেই পূজা উৎযাপন যাতে সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে পারে এই জন্য সকলের সহযোগিতা কামনা করে কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী হোসেন পিপিএম বলেন, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কেন্দুয়ায় যাতে কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে সে জন্য  সকলের সহযোগিতা কামনা করেন। কেন্দুয়া থানা পুলিশ এ ব্যাপারে খুবই সজাগ থাকবে পাশাপাশি  আইন শৃঙ্খলা যাতে কোন অবনতি না ঘটে সে জন্য পুলিশ  কঠোর অবস্থানে থাকবে।

বাবু/এসএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত