শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
নান্দাইলে যুবকের আঘাতে শিশুর মৃত্যু
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:১৭ PM

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের বিলভাদেরা গ্রামের যুবকের আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ইমরান হোসেন (৯)। 

গত ১ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। ইমরান হোসেন নান্দাইল উপজেলার  মো:সবুজ মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ১ সেপ্টেম্বর দুপুরে বৃষ্টি হচ্ছিল। সেই সময় শিশুদের সাথে ইমরান হোসেন প্রতিবেশী শফিকুল ইসলামের বাড়ির পিছনে খেলাধুলা করছিল। এ সময় শিশুদের চেঁচামেচির  আওয়াজে বিরক্ত হয়ে শফিকুলের ছেলে মো. শাওন মিয়া শিশুদের ধাওয়া দেন। ঠিক মুহূর্তে অন্যান্য শিশুরা দৌড়ে পালিয়ে যেতে পারলেও ইমরান হোসেনকে ধরে ফেলেন শাওন। পরে তাকে মাথার ওপরে তুলে মাটিতে আছাড় মারে শাওন। এতে ঘটনাস্থলে শিশুটি জ্ঞান হয়ে যায়।এমত অবস্থায় ফের লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে চলে যান তিনি। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্বজনরা বিভিন্ন স্থানে চিকিৎসা করালেও ইমরান পুরোপুরি সুস্থ হয়নি বলে জানা এলাকাবাসী। গত বুধবার রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নান্দাইল হাসপাতালে নিয়ে চিকিৎসককে দেখানো হয়। শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে  ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে শিশুটি মারা যায়। সাথে সাথেই শিশুর মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শিশুর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য কিশোরগঞ্জের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা প্রস্তুতি চলছে।

বাবু/এসএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত