শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
কালীগঞ্জে ৮টার অফিসে ৯টায়ও দেখা মিলেনি কর্মকর্তার
সহিদুল ইসলাম কালীগঞ্জ(লালমনিরহাট)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:১৪ PM

সরকারি নির্দেশনা মোতাবেক জ্বালানি সাশ্রয়ে  সকাল ৮টায় খোলার কথা থাকলেও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ইউএনও অফিস ও উপজেলা ভূমি অফিস বাদে বেশিরভাগ সরকারি অফিসের কর্মকর্তারা মানছেন না সরকার নির্ধারিত অফিস সময়সীমা। সঠিক সময় তালা খুললেও নেই কোনো কর্মকর্তা,ফাঁকা রয়েছে চেয়ার,ঘুরছে ফ্যান,জ্বলছে বাল্ব।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিস বাদে বেশিরভাগ অফিসের কর্মকর্তারা অনুপস্থিত। 

তবে অফিস খোলা থাকলেও সকাল সাড়ে ৮টার দিকেও অফিসে দেখা মেলেনি নির্বাচন অফিসার মাহবুবা রহমানের।

অন্যদিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ৮ টার পর খুললেও অফিসে পাওয়া যায় নি কর্মকর্তাকে। ওই কর্মকর্তার সাথে মোবাইল ফোনে জানতে চাইলে ১৫ দিনের ছুটিতে আছেন বলে জানান তিনি কিন্তু ছুটিতে থাকার কথা বললেও তিনি অফিসেও এসেছেন  ৯টার পরেই । 

অন্যদিকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা নির্বাচন অফিস,  উপজেলা মৎস্য কর্মকর্তার  কার্যালয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলা এলজিইডি প্রকৌশলীর কার্যালয়সহ অন্য দপ্তরগুলোর তালা খুললেও কোনো কর্মকর্তা দপ্তরে উপস্থিত হননি তবে দপ্তরগুলোতে ৩য়/৪র্থ শ্রেণির কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

এ বিষয় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান বলেন, সরকার নির্ধারিত সময়ে সব কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থাকতে হবে। এ বিষয়ে সবাইকে অবগত করা হয়েছে।

বাবু/এসএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত