সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
কেন্দুয়ায় শিক্ষক,কর্মচারীদের বিদায় অনুষ্ঠান পালিত
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ১:৫৫ PM
নেত্রকোনার কেন্দুয়ায় শিক্ষক, কর্মচারীদের বিদায় অনুষ্ঠান পালিত হয়েছে ।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে  কেন্দুয়ার গন্ডা দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্কুল হল অডিটোরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন ভূইয়ার সভাপতিত্বে স্কুলের শিক্ষক, কর্মচারীদের বিদায় অনুষ্ঠান পালিত হয়। 

মৌলভী শিক্ষক মোঃ আজিজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. আজিজুল হক,বিশেষ অতিথি সাবেক সিনিয়র শিক্ষক মোঃ কফিল উদ্দিন। 

বিদায়ী শিক্ষক ও কর্মচারীগণ হলেন, সিনিয়র শিক্ষক মো.আবুল কাসেম,অফিস সহকারী মো.আবুল কাসেম, দপ্তরী মো.বাচ্চু মিয়া, নৈশপ্রহরী আঞ্জুমান মিয়া, আয়া আনোয়ারা বেগম (মরনোত্তর)। 

এব্যাপারে প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন ভূইয়া বলেন,আমাদের শিক্ষক-কর্মচারী মিলে ৫ জনকে একসাথে অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দিলাম। 

বিদায় বেলায় তিনি আরো বলেন, শিক্ষক হিসেবে যিনি ছিলেন, তিনি শুধু শিক্ষকই ছিলেন না, তিনি আমাদের প্রতিষ্ঠানের অভিভাবকও ছিলেন। আমরা আমাদের অভিভাবক হারিয়েছি বলে তিনি জানান পাশাপাশি কর্মচারীবৃন্দও আমাদের প্রতিষ্ঠান নামক পরিবারের সদস্য ছিলেন। যাদের পরিশ্রমে ফলে প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা ও কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকতো, তাদের পরিশ্রমের কথা আমরা আজীবন স্মরনে রাখব। 
আমরা সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। 

আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক রোমানা ফেরদৌসী রিতা,সিনিয়র শিক্ষক আলী আমজাদ, আব্দুল হেলিম,  শিক্ষক  সাহেদ আলী, আজিজুল হক, নয়ন চন্দ্র দেবনাথ, স্বপন চক্রবর্তীসহ শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ, সাবেক ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ এলাকার সুধীজন। 

-বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত