রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
হাতীবান্ধা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ৪:৫২ PM আপডেট: ০৯.০৯.২০২২ ৪:৫৬ PM
লালমনিরহাটের হাতীবান্ধা প্রেসক্লাবের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।শুক্রবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সিন্দুর্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খতিব উদ্দিনের মৃত্যুর কারনে অনুষ্ঠানটির কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে।  ফলে অনুষ্ঠানটি শোক সভায় রুপান্তরিত হয়েছে। 

প্রেসক্লাবের সভাপতি  ইলিয়াস বসুনিয়া পবনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন। বিশেষ অতিথি ওসি শাহা আলম, শিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  শামসুজ্জামান সেলিম,  হাতীবান্ধা মহিলা কলেজ অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছোবাহান।

সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আলতাব হোসেন, সহ সভাপতি স্বপন কুমার দে, সাধারণ সম্পাদক নূরল হক,  জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু। আলোচনা শেষে প্রয়াত চেয়ারম্যান খতিব উদ্দিনের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।

-বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত