গাজীপুরের কালীগঞ্জে মাছের পোনা অবমুক্ত, স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা ও ৪৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া এলাকা সংলগ্ন বেলাই বিলে মাছের পোনা অবমুক্ত, বিল পাড়ে কৃষি প্রণোদনা ও কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
জানান গেছে, উপজেলা পরিষদ ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আর্থিক সহায়তায় বেলাই বিলে প্রায় ৩শ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে খরিফ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় স্থানীয় ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রতি ১ বিঘা জমির জন্য প্রত্যেককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ৪৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইউএনও মো. আসসাদিকজামানের সভাপতিত্বে আনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, মৎস্য কর্মকর্তা সাদিয়া রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাবু/এসএম