শ্রীমঙ্গলে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসুচির আওতায় শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরন করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে নৃ-তাত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে এসব বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ( ভূমি) সন্ধীপ তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভাইস চেয়ারম্যান হাজি লিটন আহমদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন।
অনুষ্ঠানে নৃ-তাত্বিক জনগোষ্ঠীর প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২৪০০ টাকা করে ৩ লাখ ৬০ হাজার টাকা, ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৭০ জনকে ৬ হাজার টাকা করে ৪ লাখ ২০ হাজার টাকা, একাদশ ও দ্বাদশ শ্রণির ৩০ জনকে ৯ হাজার ৬০০ টাকা করে ২ লাখ ৮৮ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরন করা হয়। এতে মোট বিতরন করা হয় ১০ লাখ ৬৮ হাজার টাকা। এছাড়াও ৫৫ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরন করা হয়।
বাবু/এসএম