বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
সীতাকুণ্ডে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক নাগরিক সংবর্ধনা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ১:০৬ PM

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় মডার্ণ ক্যাফেটেরিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন ও যুগ্ন আহ্বায়ক এস এম ইউসুফকে নাগরিক সংবর্ধনা দিয়েছে সংগঠনটি।

সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কার্যকরী কমিটিতে এ দু'জন নেতা সদস্য ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব প্রাপ্ত হওয়ায় এ সংবর্ধনা দেওয়া হয়।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় স্থানীয় মডার্ণ ক্যাফেটেরিয়ায় সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলা শাখার সদস্য সচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও পৌরসভা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দীনের সঞ্চানালয় এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক মার্শেল কবির পান্নু, প্রধান আলোচক ছিলেন সীতাকুণ্ড ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সুনিল বন্ধু নাথ। 
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা এস এম ফোরকান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।

এতে আরো বক্তৃতা করেন খালেদ মোশারফ, নোয়ামিয়া, জুবায়ের চৌধুরী, রেজাউল করিম, মীর মোশারফ হোসেন, ইব্রাহিম খলিল, মোঃ ইকবাল হোসেন, সপু কুমার দাশ, নাজনীন আক্তার পান্না, আলেয়া বেগম, হাশেম সওদাগর, মর্তূজা মেম্বর, হুমায়ন মারুফ চৌধুরী, হেলাল মাহমুদ, মোঃ কামরুল ইসলাম, মুহাম্মদ জয়নাল আবেদীন, সালাহউদ্দিন, মোরশেদ আলম, আলমগীর হোসেন, মো. জাকির হোসেন, শেখ আলফাজ উদ্দীন, আকবর শাহ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার শারিরীক অসুস্থতা থেকে রোগমুক্তি সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন এর সুস্বাস্থ্য ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলমের রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মুনাজাত এর আয়োজন করা হয়।

বাবু/এসএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত