শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
বেনাপোলে কেন্দ্রীয় ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদকের জন্মদিন পালিত
রবিউল ইসলাম, বেনাপোল
প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ২:০৩ PM

যশোরের বেনাপোলে শার্শা উপজেলা ছাত্রলীগের উদ্যোগ বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জন্মদিন উপলক্ষে ভবঘুরে, ভিক্ষুক ও পাগলদের মাঝে রান্না করা খাবার বিতরণ। 

শুক্রবার( ৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল স্টেশন সংলগ্ন এলেকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়

ছাত্রলীগ নেতা ইমরান খান রাজের উদ্যোগ ও পরিচালনা আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর ছাত্রলীগের তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক শেখ শাকিল,আলামিন,বাবু, রুবেল, রাসেলসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিতে অসহায় রাস্তার পাশে, রেললাইনে, ছাদের নীচে যারা শুয়ে থাকে সেই ভবঘুরে পাগল, ভিক্ষুক, প্রতিবন্ধী মানুষ মুখে খাবার তুলে দেওয়া হয়।

ছাত্রলীগ নেতা ইমরান খান রাজ বলেন, যশোরের জেলার  কৃতি সন্তান লেখক ভট্টাচার্য মনিরামপুর উপজেলার এমপি ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ভাতিজা তিনি যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ সেশনে ভর্তি হন তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন বর্তমান তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। প্রিয় বিল্পবী দাদার জন্মদিন পালন করতে পেরে আমরা আনন্দিত আপনারা সকলে দাদার জন্য দোয়া করবেন।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত