সোনাগাজীতে চেতনানাশক খাইয়ে দেলোয়ার হোসেন (৫৩) নামের এক ব্যবসায়ীর টাকা ছিনতাই করেছিল প্রতারক চক্র। এ ঘটনায় ঐ ব্যবসায়ী গতকাল শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
দেলোয়ার হোসেনের ছেলে গোলাম মাওলা বলেন, বৃহস্পতিবার দুপুরে পাওনা পরিশোধের জন্য তাঁর বাবা ব্যাংক থেকে দুই লাখ টাকা তোলেন। দুপুরের পর তাঁর বাবাকে পৌর শহরের ভাই ভাই হোটেলের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁর বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের পর কয়েকজন লোক দেলোয়ার হোসেনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। দেলোয়ার হোসেনকে নেশাজাতীয় বা বিষাক্ত কিছু খাইয়ে অচেতন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দেলোয়ার হোসেন উপজেলার ছাড়াইতকান্দি এলাকার বাসিন্দা। তিনি মতিগঞ্জ বাজারের ব্যবসায়ী ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের একটি ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে দোকানে ফিরছিলেন দেলোয়ার হোসেন। পথে অজ্ঞাতনামা প্রতারক চিক্র তাঁকে অচেতন করে টাকা ছিনিয়ে নিয়ে শহরের ভাই ভাই হোটেলের সামনে ফেলে চলে যায়।
বাবু/এসএম