সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
সিদ্ধিরগঞ্জে পাঁচ তলা ভবনের ফ্ল্যাট থেকে এক দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৯:১৬ PM আপডেট: ১০.০৯.২০২২ ৯:১৮ PM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পাঁচ তলা ভবনের ফ্ল্যাট থেকে এক দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

নিহত দম্পতি হলেন-  স্বামী মো. রবিউল ইসলাম (৩৮) ও স্ত্রী লাকী দাস (৩০)।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ডের সিআইখোলা কালাইতার পাড় মসজিদ সংলগ্ন মো. শাহাদাতের মালিকানাধীন পাঁচ তলা ভবনের একটি ফ্লাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে ওই বাড়ির ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে জরুরী সেবা (৯৯৯) এ  ফোন করেন। পরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান পিপিএম বার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

এসময় খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ক- সার্কেল) মোঃ নাজমুল হাসান ও নারায়ণগঞ্জ পিবিআই এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে বাড়িওয়ালা শাহাদাত হোসেন বলেন, গত আগষ্ট মাসে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন। বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা দুর্গন্ধ পেয়ে আমাকে জানালে আমি জাতীয় জরুরি সেবা (৯৯৯)-এ ফোন করি। পরে পুলিশ এসে ভেতর থেকে দরজা বন্ধ পান। পরে ঘরের দরজা ভেঙে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান পিপিএম বার বলেন, মরদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমরা নিহতের মরদেহের পাশে একটি সুইসাইড নোট পেয়েছি। মেয়েটির নাম লাকী দাস এবং ছেলেটির নাম রবিউল। গত জুনে হিন্দু ধর্ম ত্যাগ করে লাকী ইসলাম ধর্ম গ্রহণ করে রবিউলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বলে জানান তিনি। তবে ওই দম্পতির মৃত্যুর বিষয়ে তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত