সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
সাইফুল ইসলাম, টেকনাফ কক্সবাজার
প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৯:১৮ PM আপডেট: ১৩.০৯.২০২২ ৪:৪৬ PM
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিল  ১১ সেপ্টেম্বর ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ রাতে টেকনাফ পৌরসভার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সম্মেলন প্যান্ডলে সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্য এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জাহিদ হোসেনের সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর ব্রিফিং করেন। তিনি বলেন, দীর্ঘ প্রায় ১ যুগ পর সম্মেলন হলেও আমাদের সফলতা ব্যর্থতা সম্মেলনের উপস্থিত নেতা কর্মিদের দেখেই বুঝতে পারবেন। আজকের সম্মেলন হবে ঐতিহাসিক সম্মেলন। সুতরাং এই সম্মেলনের সফলতা আপনাদের মাধ্যমে আমরা আমাদের নেত্রীর কাছে পৌঁছাতে চাই। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক নুরুল বশর আরও জানান, আমি দীর্ঘ দিন যাবৎ মাঠে ময়দানে নেতা কর্মিদের সুখে দুঃখে ছিলাম এবং আছি। এই নেতা কর্মিরা যদি আমাকে সভাপতি হিসেবে চাই তাহলে গনতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময়  উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন  আওয়ামীলীগের নেতা কর্মিগন উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাস্টার জাহেদ হোসেন বলেন, ইতিমধ্যে সন্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিল অনুষ্ঠিত হবে এতে সকলের সহযোগিতা কামনা করছি।


-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত