স্যাটেলাইট টেলিভিশন আর টিভিতে নিউজ প্রচার করার কারণে সাংবাদিক শেখ ফরিদকে কয়েকটি নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি প্রদান করায়। কেরানীগঞ্জ মডেল থানায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। শনিবার দুপুরে স্বশরীরে থানায় হাজির হয়ে এ সাধারণ ডায়েরি দায়ের করেন তিনি।
অভিযোগে তিনি উল্লেখ করে বলেন, গত (৮সেপ্টেম্বর) বৃহস্পতিবার কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুটি নকল পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা ও প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।
সেই সংবাদ প্রচার করে নিজ ফেসবুকে পোস্ট দিলে অপরিচিত বেশ কয়েকজন ম্যাসেঞ্জারে কমেন্টস করে সেখানে খারাপ ও বাজে আপত্তিকর মন্তব্য করে এবং সাংবাদিকের মোবাইলে ফোন করে গালিগালাজ ও হুমকি প্রদান করা হয়। এদের মধ্যে থেকে আগানগর এলাকার বাসিন্দা আশিকুর রহমান আসু নামের এক যুবকের নাম উল্লেখ করে শেখ ফরিদ সাধারন ডায়েরি করেন। সাধারন ডায়েরি নং ৬৩৪, তারিখঃ ১০-০৯-২০২২ইং।
এ প্রসঙ্গে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, আর টিভি সাংবাদিক শেখ ফরিদকে হুমকির বিষয় সাধারন ডায়েরি গ্রহন করা হয়েছে । আমরা তদন্ত সাপেক্ষে দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে সাংবাদিক শেখ ফরিদ জানান, অভিযুক্ত ব্যক্তির গলার কন্ঠস্বর শুনে তাকে আমি চিনতে পারি। চেনার পর, তার বিষয়ে জানতে চেয়ে তার ঘনিষ্ঠ একজনকে মুঠোফোনে বিষয়টি জানাই, পরে তিনি ক্ষিপ্ত হয়ে তার ঘনিষ্ঠ জনের মুঠোফোন দিয়ে আরো গালিগালাজ করে ও হুমকি দেন, কোথাও পেলেই শিক্ষা দিবেন বলে ভয়ভীতি প্রদর্শন করেন।
-বাবু/এ.এস