বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে অ্যাম্বুলেন্সে চালক জহুরুল ইসলাম খুনের ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে শনিবার দিনভর অভিযান চালিয়ে তিন আসামীদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার চককানপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আব্দুস সালাম ওরফে সেলিম (৪৩), একই এলাকার মৃত আফতাব শেখের ছেলে হারুন প্রামানিক (৫০) এবং মোঃ আব্দুস সেলিমের ছেলে সাদিক হোসেন (২০)।
এর আগে, শুক্রবার রাত সাড়ে ১১টায় ফুলতলার নাজ গার্ডেনের পেছনে চককান পাড়ায় গাড়ীর একটি লাইট ভাঙাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন জহুরুল। পরে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেয়া হলে সেখানে রাত পৌণে একটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার রাব্বী মিয়া(২০) কে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ওই তিনজন আসামিকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর (এসআই) রাজু কামাল জানান, জহুরুল হত্যাকাণ্ডে তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
-বাবু/এ.এস