শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
কেরানীগঞ্জে এক দিনে দুই লাশ উদ্ধার!
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৬ AM
কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ও তেঘরিয়া হতে একদিনে দুইজনের লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। শনিবার সকালে শুভাঢ্যা ইউনিয়নের সাবান ফ্যাক্টরি রোডের মদিনা নগর এলাকায় একটি সাউন্ড বক্সের কারখানার পাশ থেকে মোঃ ইনজামুল খান (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক কলহের জেরে শুক্রবার দিবাগত রাতে ইনজামুল খান গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন মর্মে চারজনকে আত্মহত্যার প্ররোচনার দায়ে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ  দায়ের করেন নিহতের পিতা ইব্রাহিম খান। অভিযুক্তরা হলেন, ইনজামুল খানের স্ত্রী সাথী আক্তার (২১), মামা শ্বশুর সুরুজ মোল্লা (৩৮), শাশুড়ি সালমা বেগম (৪৫) ও নানী শ্বাশুড়ি  মারিয়া বেগম (৬০)।

এছাড়াও একইদিন বিকালে তেঘরিয়া দক্ষিণপাড়া আখড়াবাড়ী এলাকায় ঘুঘু চাঁন মন্ডলের পুত্রবধূ সোনালী মন্ডল (১৮) কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের স্বামী মিঠুন মন্ডল (প্রবাসী)।

স্থানীয়ভাবে জানা যায় পারিবারিক কলহের জেরে সোনালী মন্ডলকে শশুর বাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের পরিবারের সদস্য সন্ধ্যা রানী মন্ডল(৩০) পুলিশ আটক করেছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানায় নিহতের ঘটনা হত্যা না কি আত্নহত্যা তা ময়না তদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এব্যাপার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দুটি মামলা রুজু করেছে পুলিশ।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত