বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে তৃতীয় বারের মতো আবারও মনোনয়ন দেয়া হয়েছে প্রবীণ রাজনীতিবীদ ডা. মকবুল হোসেনকে।
১০ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়াওআওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯৩৪ সালে জন্ম নেওয়া ডা. মকবুল হোসেন ৯ম শ্রেণিতে অধ্যয়নের সময় ছাত্রলীগের মিছিল মিটিংয়ে অংশ নিতেন। তারই ধারাবাহিকতায় ১৯৪৮ সালে তিনি জেলার গাবতলী উপজেলার কাগইল হাইস্কুলের শিক্ষার্থী হিসেবে ভাষা আন্দোলনেও সক্রিয় ছিলেন। মকবুল হোসেন ১৯৫০ স্যলে ম্যাট্রিকুলেশন পাশ করার পর তৎকালীন একটি বেসরকারি মেডিকেল স্কুলে ভর্তি হন। সেখান থেকে ‘এলএমএফ’-এর সমমানের ডিগ্রী অর্জনের পর ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেন। এক সময় তিনি আওয়ামী লীগে যুক্ত হোন। তারপর রাজনীতি পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য বগুড়া শহরের নারুলী এলাকায় চিকিৎসকের চেম্বার খুলে বসেন। এরপর ২০১১ সালের ডিসেম্বর মাসে তাঁকে প্রথম বগুড়া জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। আবার ২০১৭ সালে নির্বাচনেও তিনি জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে জয়লাভ করেন। সবশেষ ২০২২ সালের নির্বাচনেও তিনি দল থেকে মনোনয়ন পেলেন।
উল্লেখ্য, এবারের বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে দলীয় মনোনয়ন পেতে জেলা আওয়ামী লীগ কমপক্ষে ১০ জন নেতা বেশ কিছুদিন ধরে মাঠে কাজ করছিলেন।
-বাবু/এ.এস