শুক্রবার ২৫ জুলাই ২০২৫ ১০ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ২৫ জুলাই ২০২৫
কাউখালীতে প্রতিপক্ষের দায়ের কোপে গৃহবধূ গুরুতর আহত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৫:০১ PM
পিরোজপুরের কাউখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা দাও দিয়ে কুপিয়ে কাজল বেগম নামে এক গৃহবধূকে গুরুতর জখম করেছে। আহত ওই গৃহবধূ গত দুইদিন ধরে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। রবিবার উপজেলার সয়না গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানাগেছে, সয়না গ্রামের রিয়াজ সরদার ও তার প্রতিবেশী রিপন মীর এর সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। রবিবার এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এ সময় প্রতিপক্ষ  প্রতিবেশী রিপন মীর, জুয়েল মীর ও তাজেল মীর সহ প্রায় সাত জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রিয়াজ সরদার এর ওপর হামলা চালায়। এ সময় রিয়াজ সরদার এর স্ত্রী কাজল বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে প্রতিপক্ষর তাকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কাজল বেগমকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হামলার শিকার রিয়াজ সরদার অভিযোগ করে বলেন, আমাদের ৩২ শতক জমি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা চালায় প্রতিবেশী রিপন মীর ও তার দলবল।  রবিবার সকালে কাউকে না জানিয়ে আমাদের জমির সীমানায় পিলার স্থাপন করার চেষ্টা চালালে আমি বাধা দেই। এ সময় প্রতিপক্ষের ৭-৮ জন মিলে আমাকে মারধর শুরু করে। আমাকে বাঁচাতে আমার স্ত্রী এগিয়ে আসলে তাকে দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে হামলাকারিরা। সে এখন হাসপাতালে ভর্তি। এ ঘটনায় আমি থানা অভিযোগ দিয়েছি । আমি এর  সুষ্ঠু বিচার দাবি করছি।

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে ঘটনার প্রধান অভিযুক্ত প্রতিপক্ষ রিপন মীর বলেন, আমরা কোনো হামলা করিনি। উল্টো রিয়াজরা হামলা করেছে। আমাদের পক্ষ থেকে একজন আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মো. আবু সাইদ জানান, দুই পক্ষের জমি নিয়ে মারামারির একটা খবর শুনেছি। ইতিমধ্যে তারা দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। আমি থানার ওসি সাহেবের সাথে কথা বলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন বলেন, সয়না গ্রামে দুই পক্ষে হামলার ঘটনা ঘটেছে।  দুই জন আহত হয়েছে। একজন কাউখালী স্বাস্থ্য
কমপ্লেক্সে ও আরেক জন পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে । এ ঘটনায় থানায় দুই পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত