কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ সেপ্টেম্বর গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর আলম (৩৭), পিতা-রশিদ আহমদ, গ্রাম-গোদারবিল, ৬নং ওয়ার্ড, ১টি লোডেড বিদেশী পিস্তল ০২ রাউন্ড বুলেট সহ হাতেনাতে আটক করেন পুলিশ।
এই সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার তদন্ত ওসি নাসির উদ্দিন মজুমদার।
আরও একটি পৃথক অভিযান চালিয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ১ কোটি ৫০ লাখ টাকা মুল্যের ৫০ হাজার পিস ইয়াবা ভর্তি একটি প্রাইভেটকার সহ এক মাদক কারবারি কে আটক করেছে। গতকাল বিকালে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার জলিল মার্কেট সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা সহ সদর ইউনিয়নের লেংগুর বিল এলাকার অলি আহমদের পুত্র আজিজুর রহমান কে আটক করে। পরবর্তীতে প্রাইভেটকার তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
জব্দকৃত ইয়াবা সহ আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রজু করে কক্সবাজার আদালতে প্রেরন করা হয়েছে বলে টেকনাফ মডেল থানার ওসি তদন্ত নাছির উদ্দীন মজুমদার সাংবাদিকদের কে জানিয়েছেন।
বাবু/জাহিদ