ঢাকার কেরানীগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে খুন হলেন সুভাষ (৪২) নামের এক যুবক। গত সাতদিনের ব্যবধানে এ নিয়ে চারটি খুন হলো কেরানীগঞ্জে। জানা গেছে গত শনিবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার গোলাম বাজার তালতলা এলাকায় শাহাবুদ্দিনের কারখানায় সুভাষ পাওনা টাকা চাইতে গেলে শাহাবুদ্দিন ও তার লোকজন সুভাষকে টাকা না দিয়ে পিটিয়ে আহত করে।
নিহতের বোন জামাই কামরুজ্জামান জানায় তারা খবর পেয়ে সুভাষকে আহত অবস্থায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রোববার দিবাগত রাতে সুভাষ মারা যান। এব্যাপারে সোমবার বিকালে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহবুদ্দিন কবির জানান এ হত্যাকান্ডে জড়িত সন্দেহ শাহবুদ্দিন সহ তিনজনকে আটক করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত এক সপ্তাহের ব্যবধানে কেরানীগঞ্জে মোখলেছ মিয়া, ইনজামুল খান, সোনালী মন্ডল ও সুভাষ সহ চার ব্যক্তি খুন হয়েছেন।
-বাবু/এ.এস