বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
নক্ষত্রের মহাপ্রয়াণে এমপি অসীম কুমার উকিলের শোক প্রকাশ
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৮ PM
বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দুয়া - আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল।

শোক বার্তায় তিনি বলেছেন, সৈয়দা সাজেদা চৌধুরী রাজনৈতিক ভাবে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। নক্ষত্রের মহাপ্রয়াণে জাতি একজন ত্যাগী নিষ্ঠাবান, প্রকৃত রাজনৈতিক নেতাকে হারালো। জাতির যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আমি মহান স্রষ্টার নিকট তার বিদেহী আত্মার জন্য শান্তি কামনা করছি।

রাজনৈতিক জীবনে তিনি, স্বাধীকার আন্দোলনের অবিসংবাদিত নেত্রী, পূর্ব পাকিস্তান মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,  প্রাক্তন জাতীয় পরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা,বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশে জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রধান কুশীলব, শেখ হাসিনার নেতৃত্বে দলের সাধারণ সম্পাদক, সাবেক পরিবেশ মন্ত্রী, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের মাননীয় উপনেতা, কেন্দুয়ার কৃতিসন্তান সাবেক মন্ত্রী হাফিজুর রহমানের ছোট ভাই ডাক্তার লুৎফুর রহমানের বিয়াইন এবং কেন্দুয়া উপজেলা শিক্ষা ট্রাস্টের দাতা সদস্য ছিলেন।

এমপি অসীম কুমার উকিল তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে শোকার্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। কিছু দিন আগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১১ টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দা সাজেদা চৌধুরী।

জানা গেছে, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। জীবনের ৬৬ বছরই তিনি আওয়ামী লীগের রাজনীতির ওতোপ্রোতো ভাবে জড়িত ছিলেন।

পাশাপাশি শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূইয়া প্রমূখ।  

-বাবু/এ.এস


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত