বরগুনার আমতলীতে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে আমতলী থানা পুলিশ। উপজেলার আরপাঙ্গাশিয়া খালের ইঞ্জিন চালিত ট্রলার থেকে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্ততিকালে কাঠের ২টি বন্ধুক ৫টি রামদা এবং অনান্য দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ।
ডাকাত আটকের খবর পেয়ে, বরগুনার পুলিশ সুপার মঙ্গলবার সকালে আমতলী থানা পরিদর্শন করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে আরপাঙ্গাশিয়া বাজারের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের অবস্থিত আরপাঙ্গাশিয়া খালে একটি ট্রলারে বসে ৮-১০ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাৎক্ষনিক আমতলী থানার এসআই মো. আজিজুর রহমান, এসআই মো. আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রলারিটি ঘেরাও করে ডাকাত আবুল কালাম আজাদ মৃধা (৫৫), ফোরকান প্যাদা (৩৬), মো. শাহিন খান লালটু (২২) ও নান্নু গাজী (৩০) কে আটক করে।
আটক সকলের বাড়ি হলদিয়া ইউনিয়নের চিলা গ্রামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন ডাকাত পালিয়ে যায় বলে জানায় পুলিশ। আটক ডাকাতদের ট্রলার থেকে ২টি কাঠের বন্ধুক, রামদা ৫টি, হাত করাত ১টি, রেজ্ঞ ১টি, স্ক্রু ড্রাইভার ১টি, হাতুরি ১টিসহ ১টি ইজ্ঞিন চালিত ট্রলার জব্দ করা হয়। ডাকাত আটকের খবর পেয়ে বরগুনার পুলিশ সুপার মো. আব্দুস ছালাম মঙ্গলবার সকাল ১১টার সময় আমতলী থানা পরিদর্শন করে ডাকাতদের জিজ্ঞাসাবাদ করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাত ১০টার সময় আরপাঙ্গাশিয়া খালে একটি ইজ্ঞিন চালিত ট্রলারে বসে ৮-১০ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ট্রলারটি ঘেরাও করে ৪ জন ডাকাতকে পুলিশ আটক করেছে। অন্যরা পুলিশের টের পেয়ে পালিয়ে যায়। তিনি আরো বলেন, আটক ডাকাতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলার পর, তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাবু/জাহিদ