বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
শিবগঞ্জে গেম খেলা নিয়ে গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা
বগুড়া ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:০৮ PM আপডেট: ১৩.০৯.২০২২ ৫:১২ PM
বগুড়া শিবগঞ্জে মোবাইল ফোনে গেম খেলা নিয়ে ছোট ভাইয়ের উপর অভিমান করে শিশুম বড় ভাই  মেহেদী হাসান (১৩) গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে  মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টায়, শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের নাট মরিচাই গ্রামে। নিহত মেহেদী হাসান নাটমরিচাই গ্রামের আব্দুর রহিম এর ছেলে  ও মোলামগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাটমরিচাই গ্রামে আব্দুর রহিম এর ব্যবহৃত মোবাইল ফোন পুরাতন হওয়ায় সে নতুন ফোন ক্রয় করে। বাবার পুরাতন ফোনে বড় ছেলে মেহেদী হাসান ও ছোট ছেলে মইনুর হাসান (৭) গেম খেলতো। প্রতিদিনের মতো (১২ সেপ্টেম্বর) রাতে মোবাইলে গেম খেলা নিয়ে দুই ভাইয়ের মাঝে মনোমানিল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পরিবারের সকলের অজান্তের বাড়ির পার্শ্বে পরিত্যক্ত মুরগির ফার্মের ভিতরে সে গলায় রশি দিয় আত্মহত্যা করে।

পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য  নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলা ঘোষনা করে। নিহতের পিতা আব্দুর রহিম বলেন, বড় ছেলে মেহেদী হাসান ও ছোট ছেলে মইনুর হাসান (৭) মোবাইল ফোনে গেম খেলা নিয়ে  ছোট ভাইয়ের উপর অভিমান করে মেহেদী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।  

এ ব্যাপারে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ বলেন, খবর পেয়ে মৃত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। 

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত