রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
টিসিবির পণ্য বন্টনে নিরলসভাবে কাজ করছে জেলা প্রশাসন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৩ PM আপডেট: ১৩.০৯.২০২২ ৫:৩৬ PM
৪র্থ পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে,আর সুষ্ঠভাবে বন্টনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে পিরোজপুর জেলা প্রশাসন । পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান। এ সময় পিরোজপুর জেলা জুড়ে ৬৫২৩ জন উপকারভোগীর মধ্যে প্রত্যেককে ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ লিটার তেল বিক্রি করা হয়। পরে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, টিসিবির পণ্য ক্রয় করতে পেরে সাধারণ মানুষ বেশ খুশি। জেলাজুড়ে ৪র্থ পর্যায়ে টিসিবির পন্য বিক্রি শুরু করার কারনে জেলার নিম্ন আয়ের জনগন এ সুবিধা পাবেন।

পাশাপাশি কেউ যেন অসাধু উপায়ে এ থেকে ব্যাক্তিগতভাবে লাভবান না হতে পারে সেজন্য প্রত্যেক বন্টন ও প্যাকেজিং স্থানে মনিটরিং করার জন্য অফিসাররা দ্বায়িত্বে আছে। মাননীয় প্রধাণমন্ত্রীর এ উদ্দ্যোগ নিম্মআয়ের মানুষের জন্য খুব সহায়ক হয়েছে।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত