ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচরে তিন একর জমিতে সৌদি অর্থায়নে নির্মিত হবে আরবি ভাষা ইনস্টিটিউট। এ লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সঙ্গে মতবিনিময় করেন সৌদি আরবের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জমি সরেজমিন পরিদর্শন করেন সৌদি আরবের ৯ সদস্যের প্রতিনিধি দল।
এসময় আরও উপস্থিত ছিলেন,ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, ট্রেজারার এসএম এহসান কবির, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) রফিক আহমদ সিদ্দিক, রেজিস্ট্রার মো. রেজাউল হক ও উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মো. রফিক আল মামুন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমদসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
পরে বিকাল ৩টায় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এমপির সঙ্গে সাক্ষাৎ করেন, সালেহ বিন মোহাম্মাদ আল নাসেফের নেতৃত্বে সৌদি থেকে আসা ৯ সদস্যের প্রতিনিধি দলটি। এ সময় সেখানে শিক্ষা সচিব আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। এর আগে, গত ১২ সেপ্টেম্বর রাতে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছায় সৌদি সরকারের প্রতিনিধি দলটি। পরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌদি থেকে আগত অতিথিদের সঙ্গে ‘আরবি ভাষা ইনস্টিটিউট’ স্থাপনের বিষয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সৌদি প্রতিনিধি দল বাংলাদেশে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূঁয়সী প্রশংসা করেন। তারা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও আরবি ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠায় উপাচার্য গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। প্রসঙ্গত, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের আয়তন মোট ১৭.০৮৯৪ একর, যার মধ্যে তিন একর জমি সৌদি সরকারের অনুদানে আরবি ভাষা ইনস্টিটিউটের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
বাবু/জাহিদ