রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
টেকনাফে একটি মাছের দাম ৫ লাখ টাকা
সাইফুল ইসলাম, টেকনাফ কক্সবাজার
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৯ PM আপডেট: ১৪.০৯.২০২২ ৭:৪৬ PM
টেকনাফে একটি পোয়া মাছ ধরা পড়েছে, দাম হাঁকানো হয়েছে ৫ লাখ টাকা। বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে সেন্টমার্টিনের উত্তর-দক্ষিণে বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে বলে ইশতিয়াক আহমদ নামের ফিশিং ট্রলারে মাঝি আমিন উল্লাহ জানান।

বুধবার সকালে দিকে ট্রলারটি মিস্ত্রিপাড়া ঘাটে এসে পৌঁছলে স্থানীয়রা পোয়া মাছটি দেখতে ভিড় জমায়। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় স্থানীয়রা মাছটিকে ‘লাল পোয়া’ বলে থাকে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, পোয়া মাছের আকর্ষণ হলো পেটের ভেতর থাকা পটকা বা বায়ুথলি। এ বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এ কারনেই মাছটির দাম সাড়ে পাঁচ  লাখ টাকা হাঁকানো হয়েছে বলে জানান।

জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাজার পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইসলামের মালিকানাধীন ইশতিয়াক আহমদ নামে একটি ফিশিং বোট নিয়ে সাগরে মাছ ধরতে যান। বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উত্তর-দক্ষিণে এলাকায় মঙ্গলবার রাতে জাল পাতেন। রাতে পোয়া মাছটি ধরা পড়ে, এটির ওজন ৩৪ কেজি।

ট্রলারের মালিক মোহাম্মদ ইসমাঈল জানান, মঙ্গলবার সকালের দিকে মাঝি-মাল্লাসহ ট্রলারটি বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হয়। রাতে সেন্টমার্টিনের দ্বীপের দক্ষিণে সাগরে জাল ফেলেন জেলেরা। এর মধ্যে বুধবার রাত তিনটার দিকে জেলেরা জাল টেনে দেখেন অন্যান্য মাছসহ বড় একটি ‘পোয়া মাছ’ আটকা পড়েছে। “মাছটি ট্রলারে তোলার পর আমাকে জানালে দ্রুত ঘাটে চলে আসতে বলি। এই দামি মাছ পেয়ে জেলেরাসহ আমি খুব খুশি।”

ইসমাইল আরও জানান, পোয়া মাছটি ছাড়াও  আরও অন্যান্য মাছ ধরা পড়েছে। একসঙ্গে সবগুলো মাছের দাম হাঁকানো হয়েছিল সাড়ে ছয় লাখ টাকা। এ পর্যন্ত ৪ লাখ টাকা পর্যন্ত উঠেছে। কিন্তু ভালো দামে বিক্রয়ের আশায় মাছটি ফ্রিজিং করে কক্সবাজার শহরে পাঠানো হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান সরকারি ভাবে ৬৫ দিন মাছ শিকার বন্ধ রাখার কারনে আজ সাগরে জেলেরা বড় বড় মাছ পাচ্ছে। এবং অতি বৃষ্টির কারনে বঙ্গোপসাগরে পানি বৃদ্ধি পাওয়ায় বড় বড় মাছ সাগরে ভেসে উঠছে বলে মনে করছি।

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত