রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকায় অভিযান চালিয়ে ৫ মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার কেরাণীগঞ্জে র্যাব-১০ মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, মোঃ সোহেল রানা (২৫), মোঃ আল-আমিন (২৮), মোঃ ওলিদ (৩৩), মোঃ কাজল সরকার (৪৫) ও মোঃ রাশেদ (২৪)। এ সময় তাদের কাছ থেকে ২টি সিঙ্গেল কেবিন পিকআপ, ৫টি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে আনুমানিক ১০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৩৬ কেজি গাঁজাসহ পাচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দুটি পৃথক মামলা রুজু হয়েছে।
বাবু/জাহিদ