সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
সোমবার ২১ জুলাই ২০২৫
দৌলতপুরে শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৯:৩০ PM আপডেট: ১৫.০৯.২০২২ ১০:২৪ PM
মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সানোয়ারুল হক বলেন। শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন দেশ উন্নতি করতে পারে না। মানুষ জন্ম থেকে মৃত্যু পযর্ন্ত শিক্ষা গ্রহণ করতে পারে। আমাদের বাংলাদেশ কে উন্নয়ন শীল দেশে রুপান্তর করতে হলে প্রথমেই শিক্ষা গ্রহণ জরুরি। তিনি আরো বলেন একজন শিক্ষক মানুষ গড়ার কারীগর তাই একজন শিক্ষকই পারে দেশকে নিরক্ষর মুক্ত ও উন্নয়নশীল দেশ গঠনে সহায়তা করতে। তাই দেশের আর্থ সামাজিক উন্নয়নে শিক্ষকদের ভুমিকা রয়েছে। মানিকগঞ্জের দৌলতপুরে শিক্ষক ও সুপার ভাইজারের বুনিয়াদি প্রশিক্ষনের উদ্বোধনে এসকল কথা বলেন তিনি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব‍্যুরোর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মো: ছানোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব‍্যুরো সহকারি পরিচালক মোছা: রুকাইয়া জান্নাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: রেজাউল হক, প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক মো: সালমান খান প্রমূখ।

পরে তিনি কলিয়া ইউনিয়নে টেপড়ি বাজারে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পরিকল্পনা মাফিক কাজ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরুল হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সালমান খান, সদস্য মামুন আব্দুল্লাহ ও মোঃ নূরুল ইসলাম প্রমূখ।

সাংবাদিকদের কাছে টেপরি এলাকার উপকারভোগী মিনা বেগম বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাগো থাকার জন্য বাড়িঘর তৈরী করে দিচ্ছে। আমরা স্বপ্নে ও কল্পনা করতে পারি নাই। আমগো জন্য ইটের ঘর বানানো হচ্ছে। এতে আমি মহাখুশি। বহুরা গ্রামের উপকারভোগী শফি উদ্দিন বলেন, শেষ বয়সে এসে ইটের পাকা ঘরে ঘুমাবো স্বপ্নেও চিন্তা করি নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাগো জন্য বাড়িঘর করে দিচ্ছে এর চেয়ে বড় উপকার আর হয়না। আমাগো ইউএনও স্যার খুব প্ররিশ্রম করে আমাদের জন্য ঘরবাড়ি নির্মাণ কাজ করে যাচ্ছে। আরেক অসহায় বিধবা নারী ডালিয়া বেগম বলেন,আমার বাড়ি ঘর এমনকি নিজের বলতে কিছুই নেই। খুব কষ্ট করে জীবন চলছে আমার। সরকার থেকে আমাগো পাকা ঘর বাড়ি দিচ্ছে এতে আমার কষ্ট কমবে। আমরা তো গরীব মানুষ, জীবনে পাকা ঘরে করতে পারতাম না। সরকার আমাগো মত গরীব মানুষ’গো ঘর দিয়ে উপকার করছে। আমরা দেখতেছি আমাগো ঘররে জন্যে ইউএনও স্যার খুব পরিশ্রম করতেছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরুল হাসান বলেন, এই ইউনিয়নে ১০ জন উপকারভোগীদের জন্য সরকারি ঘাস জমিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রীর স্বপ্ন অসহায়দের গৃহস্থান বাস্তবায়ন করার লক্ষে ৮টি ইউনিয়নে নির্মাণ কাজ এগিয়ে চলছে।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত