নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে কেন্দুয়া থেকে ০৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে যে ছয় জন প্রার্থী হয়েছেন তারা সবাই আওয়ামী ঘরনার প্রার্থী।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আসন্ন নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৫ সেপ্টেম্বর। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি উপজেলা থেকে এক জন সদস্য নির্বাচিত হবেন। সে লক্ষ্যে নেত্রকোনা জেলায় কেন্দুয়া উপজেলা ৮ নং ওয়ার্ড অবস্থিত। সেখান থেকে ছয় জন প্রার্থী নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন।
জেলা পরিষদ নির্বাচনে পদে ০৬ জন প্রার্থীরা হলেন-
১. সাবেক ছাত্র নেতা, সাবেক কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বর্তমান কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শহিদুল হক ফকির বাচ্চু।
২. সাবেক ছাত্র নেতা, সাবেক কেন্দুয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক, বর্তমান কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজ উর রহমান বিপুল।
৩. সাবেক ছাত্র নেতা, সাবেক জেলা পরিষদ সদস্য, বর্তমান কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আল আমিন ভূঁইয়া
৪.সাবেক কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি, বর্তমান দলপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জনতা কলেজের অধ্যক্ষ মোঃ তাজিম উদ্দিন ফকির।
৫. সাবেক গন্ডা ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার সারোয়ার মোর্শেদ।
৬. সাবেক চিরাং ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা।
স্থানীয় এলাকাবাসীর মতে জানা যায়, জনসেবার কারণে ইতিমধ্যে সাধারণ মানুষের কাছে তারা সকলেই অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে সু-পরিচিতি লাভ করেছেন পাশাপাশি একেকজন উদীয়মান যুবক রাজনীতিবিদ হিসেবেও পরিচিতি লাভ করেছেন। দীর্ঘদিন ধরে তারা নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের।মহামারি করোনা ও নেত্রকোনার কেন্দুয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যার সময়ও ছিলেন সাধারণ মানুষের সাথে। করােনা ও কেন্দুয়ায় ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ এই বন্যা ও মহা দুর্যোগেও তারা শুরু থেকে সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে গেছেন। সবাই নিজেকে জনগণের সেবায় উৎসর্গ করে দিতে চান।
সকল প্রার্থীগণই জয়ের ব্যাপারে খুবই আশাবাদী এবং কেন্দুয়া উপজেলার সার্বিক উন্নয়নের ব্যাপারে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কেন্দুয়া উপজেলা আওয়ামী রাজনৈতিক বিশ্লেষকের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, যারা প্রার্থী হয়েছে, সবাই আওয়ামী গরনার রাজনৈতিক নেতা। সবাই যদি শেষ পর্যন্ত মাঠে থাকে, তবে নির্বাচন খুব হাড্ডাহাড্ডি হবে।
নাম না প্রকাশ করার শর্তে সিনিয়র আওয়ামী লীগ নেতা বলেন, নির্বাচন হবে ত্রিমুখী তবু আমরা সবারই শুভ কামনা করছি।
নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী মোস্তাফিজ উর রহমান বিপুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে যদি কেন্দুয়া উপজেলার সকল ভোটারগন তাদের সেবা করার সুযােগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে কেন্দুয়া উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে উপহার দিবাে পাশাপাশি আমার স্বপ্ন জনগণের সেবা করা ও সুখে দুঃখে তাদের পাশে থাকা।
তিনি আরও বলেন, আমি জেলা পরিষদ নির্বাচনে কেন্দুয়া উপজেলার সকল ভোটারদের কাছে দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী।
উল্লেখ্য, আসন্ন জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গত ২৩ আগষ্ট, গত বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল, মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর, আপিল ১৯-২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর,প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর, এবং ভোট গ্রহন হবে ১৭ অক্টোবর।
বাবু/এসএম