শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
কালীগঞ্জে র‌্যাবের হাতে ভুয়া ডাক্তার আটক
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৪ PM
গাজীপুরের কালীগঞ্জে এম এ মান্নান (৫২) নামের এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-১) নারায়ণগঞ্জ রূপগঞ্জের (পূর্বাঞ্চল) ক্যাম্পের সদস্যরা। পরে আটককৃত ওই ডাক্তারকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় তার কাছে থেকে ডাক্তার লেখা ব্যবস্থাপত্র, সীল, ভিজিটিং কার্ড ও স্টেথোস্কোপ উদ্ধার করা হয়। 

এছাড়াও র‌্যাবের ডিএডি মো. কামাল হোসেন বাদী হয়ে ওই ভুয়া ডাক্তারের বিরুদ্ধে সরকারী আদেশ অমান্য করাসহ বিএমডিসি প্রদত্ত সনদ ব্যতীত প্রেসক্রিপশন প্যাড ও ভিজিটিং কার্ডে তার নামের পূর্বে ‘ডাক্তার’ পদবী ব্যবহার করে ‘বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০’’ এর ২৮(৩)/২৯(২) ধারায় কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ০৮) দায়ের করেন। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম লিটন। ভুয়া ডাক্তার মান্নান কালীগঞ্জ উপজেলার বাহাদারসাদী ইউনিয়নের বাহাদারসাদী গ্রামের মৃত হাছেন আলীর ছেলে। তিনি মূলত একজন এলএমএএফ কোর্স সম্পন্নকারী হলেও ওই ইউনিয়নের বাশাইর বাজারে নন্দন বিধান মাকের্টে ‘মান্নান মেডিসিন কর্ণার’ নামের একটি চেম্বার খুলে ডাক্তার পরিচয় দিয়ে স্থানীয়দের চিকিৎসা দিতো।   

এসআই মো. রফিকুল ইসলাম লিটন জানান, এলএমএএফ কোর্স সম্পন্নকারীদের নামের পূর্বে ডাক্তার না লিখতে হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও তিনি ব্যবস্থাপত্র, সীল ও ভিজিটিং কার্ডে ডাক্তার লিখে স্থানীদের সাথে প্রতারণা করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ সেপ্টেম্বর দুপুরে বাশাইর বাজারে নন্দন বিধান মাকের্টে ‘মান্নান মেডিসিন কর্ণার’ নামের ওই ভুয়া ডাক্তারের চেম্বারে অভিযান চালায় র‌্যাব-১। এ সময় তাকে আটক করা হয় এবং প্রতারণার আলামত হিসেবে ডাক্তার লেখা ব্যবস্থাপত্র, সীল, ভিজিটিং কার্ড ও স্টেথোস্কোপ উদ্ধার করেন তারা। 

তিনি আরো জানান, আটককৃত ভুয়া ডাক্তার এম এ মান্নানকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলায় তাকে দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত