শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
সোনাগাজীতে চোরাই গরুসহ ৮ গরুচোর আটক
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৬:২০ PM
পুলিশের বিশেষ অভিযানে সোনাগাজীতে সাম্প্রতিক সময়ে কয়েকটি গরু চুরির ঘটনা কে কেন্দ্র করে শুক্রবার রাতে ৮ জন গরুচোর কে গ্রেফতার ও চুরি হয়ে যাওয়া ৪টি গরু উদ্ধার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।  

সোনাগাজী মডেল থানা সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে কয়েকটি গরু চুরির ঘটনা কে গুরুত্ব দিয়ে অভিযানে নামে পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম থেকে ৫ জন, ফেনীর কালিদহ থেকে ২ জন এবং সোনাগাজীর সাতবাড়িয়া থেকে ১ জন কে গ্রেফতার করে। এবং একজন চোর পালাতক রয়েছে। অভিযানের সময় কালিদহ থেকে ২টি এবং সাতবাড়িয়া থেকে ২টি চুরি হওয়া গরু উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন দক্ষিন চরখোয়াজ গ্রামের আবুল কাশেম প্রকাশ সিরাজ (৪২), আনন্দিপুর গ্রামের মোঃ আরিফ প্রকাশ (২৫), দক্ষিন চরচান্দিয়া গ্রামের শহিদুল ইসলাম (২৯), চরগনেশ গ্রামের মোঃ রাসেল (৩০), মধ্যম ধলিয়া গ্রামের ইমাম হোসেন (২২), সাতবাড়িয়া গ্রামের আরিফুর রহমান সোহাগ (৩৮), ফেনী সদরের কালিদহ ইউনিয়নের সারোয়ার জাহান প্রকাশ মামুন (৩৯), জিয়া উদ্দিন বাবলু (৩৬)। এবং একজন আসামী পলাতক রয়েছে।

এই ঘটনায় উপ-পরিদর্শক সৌরজিৎ বড়ুয়া বাদী হয়ে ৯ জনের নামে পৃথক ২টি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত দেরকে ১৭ সেপ্টেম্বর (শনিবার) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মুঃ খালেদ হোসেন এলাকাবাসীর প্রতি অনুরোধ করে বলেন, আপনার মালামাল রক্ষা আপনার ধর্মীয়, সামাজিক ও নৈতিক দায়িত্ব। গরুসহ আপনার মূল্যবান মালামাল আপনারাই হেফাজত করতে হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে সোনাগাজী মডেল থানা তৎপর রয়েছে। যেকোন সমস্যা হলে পুলিশ অবগত ও সহযোগীতা করবেন।

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত