রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
নবীনগরে নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৯:০৩ PM
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নাগরিক কমিটির এক সাধারণ সভা শনিবার (১৭ সেপ্টেম্বর) মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় আহ্বায়ক কমিটি তাদের উপর অর্পিত সংগঠনের জন্য গঠনতন্ত্র প্রণয়নের কাজ সমাপ্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন এবং অনুমোদন করা হয়। 

আহ্বায়ক এমদাদুল হক সরকার সভায় সভাপতিত্ব করেন। সভার শুরুতে সভার পরিচালক ১নং সদস্য মাহাবুব আলম লিটন বিগত সভার রেজুরেশন পাঠ ও গঠনতন্ত্র উপস্থাপন করেন। উপস্থিত সদস্যগণ গঠনতন্ত্রের বিভিন্ন দিক পর্যালোচনা করে তা অনুমোদন করেন। সভায় সাংগঠনিক আলোচনায় সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে দ্রুত পূর্ণাঙ্গ কমিটির গঠনের উপর গুরুত্বারোপ করে।

বক্তব্য রাখেন, শফিকুর রহমান, মোহাম্মদ হোসেন শান্তি, আইরীন আহম্মেদ, মাসুদুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম তরুন, মোঃ শাহিন রেজা টিটু, হুমায়ুন কবির, এম এস মাহবুব, সুমন উদ্দিন, জসিম উদ্দিন মাস্টার, সুমন উদ্দিন, শরিফুল ইসলাম পলাশ, ইফতেহার খান মামুন, মোহাম্মদ নূরে আলম, মোঃ শাহ্ আলম, পিয়াল হাসান রিয়াজ, মোঃ রুহুল আমিন, মোঃ রিপন, মোঃ সেলিম রেজা, মিজানুর রহমান, মোঃ কামরুল হক সিকদার, বআতাউর রহমান কাজল, আবুল হাসান বিলাস, সৈকত শাহরিয়ার লেলিন, মোঃ রুহুল আমিন, আরিফুল ইসলাম রাজিব প্রমূখ। 

সভার সভাপতি এমদাদুল হক সরকার তার সমাপনী বক্তব্যে-মুক্তিযুদ্ধের চেতনায় নাগরিক অধিকার সুরক্ষায় আত্মমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এ সংগঠন বিশেষ অবদান রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সহযোগীতা কামনা করেন।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত