মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
জবির সামনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২
তানজিল আহম্মেদ, জবি
প্রকাশ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৩:০৯ PM আপডেট: ১৮.০৯.২০২২ ৩:১৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসের সামনের সাভার পরিবহনের বাসের ধাক্কায় এক পথচারী  নিহত হন। এছাড়া বাসের ধাক্কায় রিকশাপৃষ্ট হয়ে রিকশাচালকসহ আহত ২। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টায় ভিক্টোরিয়া পার্কের দক্ষিণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক সকাল সাড়ে ছয়টার দিকে সাভার পরিবহনের একটি বাস কবি নজরুল কলেজের পাশ থেকে বেপরোয়া গতিতে আসতে থাকে সদরঘাট অভিমুখী রাস্তার দিকে। তখন বাসটির বেপরোয়া গতি দেখে আশেপাশের পথচারীরা সবাই ফুটপাতের উপরে উঠে যায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, শেষ পর্যন্ত বাসটির চালক গতি সামলাতে না পেরে ফুটপাতের উপরে তুলে দেয়। তখন তাৎক্ষণিক মসজিদ থেকে নামাজ পড়ে সদরঘাট যাওয়া একজন পথচারীর উপরে বাসটি উঠে গেলে সঙ্গে সঙ্গে তিনি মারা যায়।

এদিকে বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মী আকাশ দাশ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমি প্রতিদিনের মতো সকালে বাসা থেকে রিক্সা করে ক্যাম্পাসে আসতেছিলাম । রিক্সাটি যখন ভিক্টোরিয়া পার্ক হয়ে টিএসসির দিকে যাচ্ছিল তখনি বাসটি একজন ব্যক্তিকে চাপা দিয়ে আমাদের রিক্সাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে আমি এবং রিক্সা চালক রাস্তায় পড়ে যাই।

তাৎক্ষণিক আমার মাথা ফেটে গেলে লোকজন আমাকে ধরাধরি করে ন্যাশনাল মেডিকেল এ নিয়ে যায়। এরপর কি ঘটেছে আমি বলতে পারি না তবে ওই পথচারী সঙ্গে সঙ্গে মারা যায়। আমার মাথায় ছয়টা সেলাই দেওয়া হয়েছে এখনো ঠিক করে বসতে পারছি না। একটু পর সিটিস্ক্যান করাতে নিয়ে যাবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে আরো জানায়, বাসটির চালক এবং হেলপার ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।  পরবর্তীতে পুলিশ এসে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। আমরা শুনেছি বাসটির মালিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আহত একজন আমাদের ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কর্মী তাকে এখন চিকিৎসা দেয়া হচ্ছে। তবে সেই আমাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। যদি লিখিত অভিযোগ দেয় তাহলে আমরা ব্যবস্থা নিবো। মোস্তফা কামাল আরও বলেন, বাসটি আমাদের ক্যাম্পাসের কারও কিনা এ বিষয়ে আমরা কিছুই জানি না। থানার লোকজন বলতে পারবে।

বাবু/জাহিদ


































« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত