বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
মাহমুদউল্লাহকে বিশ্বকাপ দলে রাখার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৭:০৭ PM আপডেট: ১৮.০৯.২০২২ ৭:১০ PM
ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে। এবং নতুন করে তাকে দলে অর্ন্তভুক্তের দাবিতে তার নিজ জেলা ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস ক্রীড়া পল্লী এলাকার আবুল মুনসুর সড়কের পাশে ক্রিকেট প্রেমি ময়মনসিংহবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।।

এ সময় ময়মনসিংহের ক্রিকেটপ্রেমী ও সুশীল সমাজের পক্ষ থেকে আবুল কালাম আজাদ, বাউল শিল্পী মিজান, সাংবাদিক প্রদীপ বিশ্বাস, নজরুল ইসলাম জুয়েল, গোলাম কিবরিয়া পলাশ, এনামুল হক ছোটন, রাশিদ আহমেদ, আশিকুর রহমান মিঠু, খোকন সাহাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।

বক্তারা বলেন, মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের একজন আইডল। ক্রীড়া জগতের উজ্জল নক্ষত্র ও চৌকস খেলোয়াড়। বিগত ম্যাচগুলোতে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সে। যা দেশের জন্য গৌরবের বিষয়। তার খেলার অনেক সুনামও রয়েছে। কিন্তু অত্যন্ত খারাপ লাগার বিষয় তাকে টি-টোয়ন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়ছে। তারা মাহমুদউল্লাহ রিয়াদকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ফিরিয় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত