বরগুনার আমতলী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এসএম সাদিক তানভীরের সাথে আমতলী উপজেলার সকল সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবর রহমানের সভাপতিত্বে। পরিচিতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম, সাংবাদিক হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ।
পরিচিতি সভায় ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান বৃন্দ, সরকারী দপ্তরের প্রধানগণ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সাদিক তানভীর তার শুভেচ্ছা বক্তব্য বলেন, আমি যতদিন আমতলীতে দায়িত্ব পালন করবো ততদিন আপনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আর আমিও আপনাদেরকে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো।
বাবু/জাহিদ