বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
কেরানীগঞ্জে গণপিটুনিতে ধোপা বিল্লাল নিহত
১৪ মামলার আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসী
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৯ AM
তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ১৪ মামলার আসামি ধোপা বিল্লাল ছিনতাইকালে এলাকাবাসীদের গণপিটুনিতে নিহত হয়েছে। 

রোববার (১৮সেপ্টেম্বর) রাত আটটার দিকে ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর বেড়াবাদ রোডের থানার ঘাট এলাকায় ছিনতাই করার সময় এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলে বিল্লাল মারা গেছে। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ থানা এলাকায়।

ধোপা বিল্লালের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাইয়িং ব্যবসায়ী রফিক আহমেদ হত্যা মামলা , ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১৪ টি মামলা রয়েছে। 

বিল্লাল  দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ভাসমান থেকে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত ছিলো। সে র‍্যাব ও পুলিশের তালিকাভুক্ত আসামি। রাত ৯ টায় কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ, নিহত বিল্লালের সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এব্যাপারে রাতে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়েছে।

-বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত