সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আশুলিয়ার দক্ষিণ কবিরপুর এলাকায় কামারবান বিল থেকে ভাসমান অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আজ দুপুরে স্থানীয় এক ব্যক্তি বিলে কচুরিপানা সরাতে গিয়ে কচুরিপানার ভেতর ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয়রা বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল রাশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি ৬-৭ দিনের আগের বলে মনে হচ্ছে। নিহতের পরনে কোন জামা কাপড় ছিলো না। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাবু/জাহিদ