ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলাসহ আশেপাশের এলাকায় আবহাওয়া পরিবর্তনের কারনে হঠাৎ গরম বেড়ে যাওয়াতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহজুড়ে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গতকয়েক দিনের গরমে ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ। এ ছাড়া প্রতিদিন বহিঃ বিভাগে ১০ থেকে ১৫ জন ডায়রিয়া রোগী আসছে চিকিৎসা নিতে। ডায়রিয়া রোগীদের নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে এসে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। জানা যায়, আবহাওয়া ও খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, গত ১ সপ্তাহে প্রায় ১২০ জন ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন। গতকাল ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ১৭ জন রোগী।
বাচ্চা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় সাফায়েত হোসেন জানান, গতরাতে তার বাচ্চার পেটের সমস্যা দেখা দেয় রাতে বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরও সমস্যা বাড়তে থাকায়। সকালে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার ভর্তি দিয়ে স্যালাইন দিয়েছে, স্যালাইন চলমান এখনোও কোন পরিবর্তন দেখা যায়নি।
ধরখার ইউনিয়নের বোরহান উদ্দিন জানান, গত তিন দিন থেকে তিনি হাসপাতালে ভর্তি আছেন। জ্বর সাথে পাতলা পায়খানা স্যালাইনের সাথে কিছু ঔষধ খাচ্ছেন আজ একটু কম মনে হচ্ছে তার কাছে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. লুৎফর রহমান বলেন আবহাওয়ার কারণেই হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ সামান্য বেড়েছে। তবে একটু সতর্কতার সঙ্গে শিশুদের খাবার খাওয়ানোর পাশাপাশি নিজেদেরও সতর্ক থাকতে হবে। সুস্থ থাকতে বিশুদ্ধ পানি পানের পাশাপাশি বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। খাওয়ার পূর্বে ও টয়লেট থেকে বের হওয়ার পর ভালভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে। প্রয়োজনে স্যালাইন খেতে হবে। হাসপাতালে রোগীর চাপ বাড়লেও তাদের সেবা দিতে রয়েছে পর্যাপ্ত ঔষধ ও স্যালাইন।
বাবু/জাহিদ