নরসিংদী (র্যাব-১১) গোপন সংবাদের ভিত্তিতে রোবাবর (১৮ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী জেলার সদর থানাধীন। বিআরটিএ নরসিংদী সার্কেল ও ডিসি অফিস সংলগ্ন, প্রাইম কনফেকশনারী এবং জেলা আইনজীবী ক্লার্ক সমিতি সংলগ্ন। বিসমিল্লাহ স্টোরের ভিতরে অভিযান পরিচালনা করে দালাল চক্রের ১২ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি প্রিন্টার, ১৫টি মোবাইল, ৩০টি সিমকার্ড, নগদ ২৬,৯০০ টাকা, ১০টি বিভিন্ন ধরনের সীল এবং বিআরটিএর বিভিন্ন ধরনের ফরম ৩০০টি উদ্ধার করা হয়।
দালাল চক্রটি বিআরটিএ লাইসেন্স তৈরি করে দেবার কথা বলে ভুক্তভোগী গ্রাহকের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে বেআইনিভাবে অন্যের বিআরটিএ আবেদন ফরম নিজেদের দখলে রেখে প্রতারণা করে আসছিল। বিআরটিএ অফিস কর্তৃক স্বাক্ষরিত ১১ জন দালালের একটি তালিকা প্রাপ্ত হয় র্যাব ১১ এর নরসিংদি ক্যাম্পের নিকট। এরই পরিপ্রেক্ষিতে একটি বিশেষ অভিযানে তালিকাভুক্ত চারজন প্রধান দালালকে গ্রেফতার করে এবং তাদের অপর সহযোগী আরও আটজনকে এ সময় গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
সোমবার (১৯ সেপ্টম্বর) দুপুরে এক প্রেস রিলিজ এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন, খন্দকার মো. শামীম হোসেন অতিঃ পুলিশ সুপার ক্যাম্প কমান্ডার র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী।
বাবু/জাহিদ