ঢাকা ময়মনসিংহ মহা সড়কের ভালুকা সরকারি কলেজের সমানে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাড়ি চাপায় নাঈম (৩০) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হন। এবং সজীব নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছে। নিহত নাঈম গাজীপুর জেলার, শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের কাজল মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি পালসার মটর সাইকেল যোগে নাঈম ও সজীব দুজন গাজীপুরের শ্রীপুরে দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে পেছন থেকে আজ্ঞাত একটি গাড়ি মটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নাঈম মারা যান এবং সজীব গুরুতর আহত হয়। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতকে উদ্ধার করেন। নিহত লাশ ও মটর সাইকেলটি উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে থানায় রেখেছেন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াজ আহম্মেদ জানান, অজ্ঞাত একটি গাড়ি মটর সাইকেলের দুই আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে নাঈম নামে একজন মারা যান এবং সজীব নামে অপর একজন আহত হয়েছেন। সজীবের বিস্তারিত পরিচয় জানা যায়নি। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন এসে নিহতের লাশ সনাক্ত করেছেন।
বাবু/জাহিদ