নেত্রকোণার কেন্দুয়ায় নিজ বাড়ির ওয়াস রুম হতে সোয়াদ মিয়া (৪৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সোয়াদ মিয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা ভূঞাপাড়া গ্রামের সুমন ভূঞার ছেলে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘটনাটি ঘটেছে। পরে পরিবারের লোকেজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোয়াদ মিয়াকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে, কেন্দুয়া থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। সোয়াদ মিয়ার ভাতিজা রবিন মিয়া জানান, সোয়াদ মিয়া বাড়িতে নতুন ঘর করছিলেন। টাকা পয়সা ঋণ করে তিনি সমস্যায় ছিলেন। তাছাড়া তার মানসিক সমস্যাও ছিল। সোমবার সকালে সকলের অগোচরে ওয়াস রোমের বর্গার সাথে গলায় দড়ি পেঁছিয়ে আত্মহত্যা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম জানান, লাশ-নেত্রকোণা মর্গে পাঠানো হবে, আইনি প্রক্রিয়া অব্যাহত।
বাবু/জাহিদ